ঢাকা বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত চার

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত চার

ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে দ্রুতগতির যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও অন্তত ১৪ জন। গতকাল শনিবার রাত সাড়ে ৩টার দিকে এক্সপ্রেসওয়েতে ঢাকা মুখীলেনে, সিংপাড়া- নওয়াপাড়া এলাকায়, হাঁসাড়া ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে, শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে ফায়ার সার্ভিসের সদস্যরা। শ্রীনগর ফায়ার স্টেশন অফিসার দেওয়ান আজাদ জানান, খুলনার যশোর থেকে ঢাকাগামী হামদান এক্সপ্রেস নামের দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস প্রথমে নিয়ন্ত্রণ হারিয়ে, সামনে থাকা পণ্যবোঝাই ট্রাকে ধাক্কা দেয়, এতে ঘটনাস্থলেই নিহত হয় দুজন, পরে আশঙ্কাজনক অবস্থায় আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে সেখানে প্রাণ গেছে আরও দুজনের। নিহতদের মধ্যে তিনজন বাস যাত্রী ও একজন ট্রাকের হেলপার বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় গুরুতর আহত আরও ১৪ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে তাৎক্ষণিক ভর্তি করা হয়েছে হাসপাতালে। পরবর্তীতে অবস্থার অবনতি হওয়ায় বেশ কয়েকজনকে ঢাকায় রেফার করেছেন চিকিৎসকরা। নিহতদের মধ্যে দুজন চিকিৎসকের বাড়ি যশোরের সদর উপজেলায়, নিহতারা হলেন-জিল্লুর রহমান (৬৫), ডাঃ জালাল (৬৪), ডাঃ আঃ হালিম (৫৫) ও ট্রাক হেলপার মোঃ হাসিব। হাঁসাড়া হাইওয়ে থানার অফিসের ইনচার্জ ওসি আব্দুল কাদের জিলানী জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে নিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে এক্সপ্রেসওয়েতে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত