ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

‘চট্টগ্রামে বিএসটিআইয়ের ল্যাবরেটরিকে স্বয়ংসম্পূর্ণ করা হবে’

‘চট্টগ্রামে বিএসটিআইয়ের ল্যাবরেটরিকে স্বয়ংসম্পূর্ণ করা হবে’

পণ্যের মান নিয়ন্ত্রণ, আমদানি-রপ্তানি প্রক্রিয়াকে আরও সহজ ও গতিশীল করতে চট্টগ্রামের আগ্রাবাদে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) নবনির্মিত ১০ তলাবিশিষ্ট বিভাগীয় কার্যালয় ও আধুনিক ল্যাবরেটরি উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবারে উদ্বোধন করেন ২০২৪ সালে গণঅভ্যুত্থানে শহিদ ফয়সাল আহমেদ শান্তর মা মোছা. কহিনুর আক্তার। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি বলেন, বিএসটিআই দেশের অর্থনৈতিক উন্নয়ন, শিল্প-বাণিজ্যের গতিশীলতা এবং ভোক্তা অধিকার সুরক্ষায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আজকে এ অত্যাধুনিক ল্যাবরেটরিসহ ১০ তলাবিশিষ্ট ভবন উদ্বোধনের মাধ্যমে বন্দরনগরী চট্টগ্রামে আমদানি রপ্তানির ক্ষেত্রে গতিশীলতা বৃদ্ধি পাবে। পর্যায়ক্রমে চট্টগ্রামে বিএসটিআইয়ের ল্যাবরেটরিকে স্বয়ংসম্পূর্ণ করা হবে। এর ফলে বিএসটিআইয়ের সেবার জন্য চট্টগ্রামের মানুষকে ঢাকায় যাওয়ার প্রয়োজন হবে না। এটি এ অঞ্চলের শিল্প-বাণিজ্যকে বিশ্বব্যাপী প্রতিযোগিতায় এগিয়ে নেবে এবং ভোক্তা সুরক্ষাকে আরও শক্তিশালী করবে। বিশেষ অতিথির বক্তব্যে শিল্প সচিব মো. ওবায়দুর রহমান বলেন, দেশের বাজারে মানসম্পন্ন পণ্যের প্রবাহ নিশ্চিত করতেই বিএসটিআই কাজ করে যাচ্ছে। আন্তর্জাতিক স্বীকৃতি ও চুক্তির ফলে বাংলাদেশি পণ্যের বৈশ্বিক গ্রহণযোগ্যতাও বাড়ছে। বিএসটিআইয়ের মহাপরিচালক এসএম ফেরদৌস আলম বলেন, এটি আমাদের জন্য একটি মাইলফলক। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত