ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

‘সংকট নিরসনে প্রয়োজন জাতীয় সংলাপ’

‘সংকট নিরসনে প্রয়োজন জাতীয় সংলাপ’

জাতীয় ঐক্য জোটের প্রধান সমন্বয়কারী ও ইসলামী জনকল্যাণ পার্টির চেয়ারম্যান আলতাফ হোসেন মোল্লা সভাপতিতে ও জাতীয় ঐক্য জোটের সমন্বয়কারী মুখপাত্র বাংলাদেশ মুসলিম সমাজের চেয়ারম্যান মাসুদ হোসেনের পরিচালনায় জাতীয় ঐক্য জোটের অর্গানাইজিং কমিটির সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সংশয় প্রকাশ করে বলেন, সরকারের ঘোষিত সময়ে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত করা সম্ভব নাও হতে পারে। এর প্রধান কারণ অন্তর্বর্তীকালীন সরকার জনগণকে যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়ে শপথ নিয়েছেন তা বাস্তবায়নের জন্য বিভিন্ন সংস্কার কমিটি করেছেন। সরকার এখনও জুলাই গণহত্যার বিচার কার্যক্রম শেষ করতে পারেনি। আগে সব গণহত্যার বিচার করতে হবে, রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার করতে হবে, নতুন সংবিধানের জন্য গণভোটের ব্যবস্থা করতে হবে তারপর জাতীয় নির্বাচনের সিডিউল ঘোষণা করতে পারবে।

অন্যথায় এই মুহূর্তে জাতীয় সংসদ নির্বাচন সম্ভব হবে না। আগামী জাতীয় সংসদ নির্বাচন কোন পদ্ধতিতে হবে পুরাতন ওয়েস্টমিনস্টার পদ্ধতি না নতুনভাবে পিআর পদ্ধতিতে হবে সে বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি। নেতারা আগামী জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে অনুষ্ঠিত হওয়ার পক্ষে মতামত ব্যক্ত করেন ও চলমান সংকট নিরসনে জাতীয় ঐক্য জোটের উদ্যোগে জাতীয় সংলাপের আয়োজনের পরামর্শ দেন।

সভায় সর্ব-সম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় আগামী ১৩ সেপ্টেম্বর জাতীয় ঐক্য জোটের উদ্যোগে অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত বিভিন্ন সংস্কার কমিটির প্রধানরা দেশের সব নিবন্ধিত ও অনিবন্ধিত রাজনৈতিক দলের প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, শ্রমিক সমাজের প্রতিনিধি, কৃষক সমাজের প্রতিনিধি, পেশাজীবী-বুদ্ধিজীবীসহ সর্বস্তরের সামাজিক সংগঠনের নেতাদের উপস্থিতিতে জাতীয় সংলাপের মাধ্যমে চলমান রাজনৈতিক সংকট সমাধানের চেষ্টা করার আহ্বান জানান। এ সময় আরও বক্তব্য রাখেন, ইসলামী ঐক্যের সিনিয়র ভাইস চেয়ারম্যান মাওলানা শওকত আমিন, বাংলাদেশ নতুন ধারা জনতা পার্টির চেয়ারম্যান মোহাম্মদ আবুল আহাদ নূর, দেশ প্রেমিক নাগরিক পার্টির চেয়ারম্যান আহসান উল্লাহ শামীম, দুর্নীতি প্রতিরোধ আন্দোলনের সভাপতি ও মুভমেন্ট ফর প্যালেস্টাইনের আহ্বায়ক হারুনুর রশিদ খান, গণআজাদি লীগের চেয়ারম্যান আতাউল্লাহ খান আতা, বাংলাদেশ ইসলামী দলের মহাসচিব হুমায়ুন কবির প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত