
ডাম ফাউন্ডেশন ফর ইকনোমিক ডেভেলপমেন্ট (ডিএফইডি) গত ২৬ আগস্ট নরসিংদীর মনোহরদী উপজেলার মডেল মসজিদ কনফারেন্স রুমে জুলাই ২০২৪-এর স্বপ্ন বাস্তবায়নে তারুণ্যের ভূমিকার উপর বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে। বিতর্ক প্রতিযোগিতায় মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও চন্দনবাড়ি সেকান্দর আলী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় অংশগ্রহন করে। বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলার মনোহরদী উপজেলার নির্বাহী কর্মককর্তা এম এ মুহাইমিন আল জিহান। বিতর্ক প্রতিযোগিতার বিচারক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এবং ডিএফইডি’র সমৃদ্ধি কর্মসূচির কো-অর্ডিনেটর (কৃষি) ও ফোকাল পার্সন কৃষিবিদ মো. নিয়ামুল কবীর। আরো উপস্থিত ছিলেন ডিএফইডি’র নরসিংদী’র জোনাল ম্যানেজার মো. তৌহিদুল ইসলাম এবং ডিএফইডি’র নরসিংদী-৩ এরিয়া ম্যানেজার সুমন কুমার দাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনোহরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. আসাদুজ্জান নুর। এছাড়াও উপস্থিত ছিলেন ২টি স্কুলের ছাত্র-ছাত্রীবৃন্দ ও শিক্ষক, প্রকল্প স্টাফ ও এলাকার জনগণ। উল্লেখ্য, ডিএফইডি ও পিকেএসএফ যৌথ অর্থায়নে অক্টোবর ২০২৪ হতে মনোহরদী উপজেলার কাচিকাটা ইউনিয়নে সমৃদ্ধি কর্মসূচি বাস্তবায়ন করছে। বাংলাদেশ সরকার বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে জুলাই-ডিসেম্বর ২০২৫ মেয়াদে ‘বাংলাদেশ তারুণ্যের উৎসব’ উদযাপনের জন্য দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় পল্লী কর্মণ্ডসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) সমৃদ্ধি কর্মসূচিভুক্ত উপজেলাসমূহে যুব, কৈশোর এবং ‘ক্রীড়া ও সাংস্কৃতিক’ কার্যক্রমের আওতায় বিভিন্ন ইভেন্ট বাস্তবায়নের জন্য উদ্যোগ গ্রহণ করেছে। উক্ত উৎসব উদযাপনের জন্য ডিএফইডি জুলাই হতে নভেম্বর ২০২৫ পর্যন্ত বিভিন্ন ইভেন্ট বাস্তবায়নের জন্য প্রোগ্রাম সিডিউল করেছে।