ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

নাসিকের ৭৭৫ কোটি টাকার বাজেট ঘোষণা

নাসিকের ৭৭৫ কোটি টাকার বাজেট ঘোষণা

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) আগামী ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭৭৫ কোটি ৩৩ লাখ ৭৮ হাজার ১৫৮ টাকার বাজেট ঘোষণা করেছে। গতকাল বৃহস্পতিবার বেলা পৌনে ১২টায় নগর ভবনের অডিটোরিয়ামে ২০২৫-২৬ অর্থবছরের এই বাজেট ঘোষণা করেন নাসিকের প্রশাসক এএইচএম কামরুজ্জামান।

এবারের বাজেটে মোট আয় ধরা হয়েছে ৭৭৫ কোটি টাকা। মোট ব্যয় ধরা হয়েছে ৬৭৮ কোট ৯৩ লাখ টাকা। মোট স্থিতি ৯৬ কোটি ৪০ লাখ টাকা। প্রারম্ভিক স্থিতি ধরা হয়েছে ১৫১ কোটি টাকা। বাজেটে ২০২৫-২৬ অর্থবছরে মশক নিধন বাবদ বরাদ্দ রাখা হয়েছে ৩ কোটি ৪৬ লাখ ২০ হাজার টাকা। যা ২০২৪-২৫ অর্থবছরে বরাদ্দ ছিল ২ কোটি ১৩ লাখ টাকা। এবার বর্জ্য ব্যবস্থাপনা খাতে বরাদ্দ রাখা হয়েছে ৫০ কোটি ৮৩ লাখ টাকা। যা ২০২৪-২৫ অর্থবছরের ছিল ১৫ কোটি ২৭ লাখ টাকা মাত্র।

আয়ের খাত : ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে আয়ের খাতে রাজস্ব আয় ধরা হয়েছে ২১৪ কোটি ৫৪ লাখ টাকা। পানি সরবারহ আয় ২৮ কোটি ৬০ লাখ টাকা। সরকার প্রদত্ত উন্নয়ন সহায়তা বাবদ ৩৬ কোটি ২৫ লাখ টাকা। বৈদেশিক সহায়তাপুষ্ট প্রকল্প ১৭০ কোটি টাকা। বার্ষিক উন্নয়ন কর্মসূচি প্রকল্প সহায়তা (ডিপিপি) বাবদ ১২০ কোটি টাকা। রাজস্ব খাত থেকে আগত উন্নয়ন আয় ৫৪ কোটি ৯০ লাখ টাকা। সবমিলিয়ে মোট আয় ধরা হয়েছে ৬২৪ কোটি ৩০ লাখ টাকা।

ব্যায়ের খাত : ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে ব্যায়ের খাতে সর্বমোট ব্যয় ধরা হয়েছে ৬৭৮ কোটি ৯৩ লাখ টাকা। রাজস্ব সাধারণ ব্যয় ১৯৫ কোটি ৩৬ লাখ টাকা। পানি সরবারহ বাবদ ব্যয় ২৭ কোটি টাকা। রাজস্ব উন্নয়ন বাবাদ ব্যয় ৮২ কোটি টাকা। বার্ষিক উন্নয়ন কর্মসূচি ৫৬ কোটি ৭৫ হাজার টাকা। বার্ষিক উন্নয়ন কর্মসূচি (ডিপিপি) বাবদ ১৪৭ কোটি ৭৪ লাখ টাকা। বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্প সহায়তা ১৭০ কোটি টাকা। নাসিকের নিজস্ব অর্থায়নে অবকাঠামো নির্মাণ ও উন্নয়ন, পরিবেশ সংরক্ষরণ ও গণপরিসর উন্নয়ন খাতে ব্যায় বরাদ্দ রাখা হয়েছে ৮২ কোটি টাকা।

জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বাজেটের পরিমাণ ছিল ৫৪৪ কোটি ২৯ লাখ ৩ হাজার ৭৯৬ টাকা। নাসিক সূত্রে জানা গেছে, রাজস্ব আয় বৃদ্ধির লক্ষ্যে নাসিক সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করেছে। কর হার বৃদ্ধি না করে করের ব্যাপ্তি এবং রাজস্বের নতুন খাত সৃজনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সহজ, আধুনিক ও প্রযুক্তি নির্ভর রাজস্ব ব্যবস্থা গড়ে তুলতে ই-ট্রেড লাইসেন্স, ই-সনদ সফটওয়ার, ই-পানির বিল সফটওয়ার এর মাধ্যমে আধুনিকায়ন অব্যাহত রয়েছে। রাজস্ব আয় বৃদ্ধির লক্ষ্য পঞ্চবার্ষিকী এসেসমেন্ট কার্যক্রম চলমান রয়েছে। বিদ্যমান আবাসিক ও বাণিজ্যিক স্থাপনার কর পুনঃযাচাই করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সময়মত হোল্ডিং ট্যাক্স আদায় এবং আদায় বৃদ্ধির লক্ষ্যে অগ্রিম কর প্রদানের ক্ষেত্রে বিশেষ সুবিধা দিয়ে রিবেট প্রদান করা হচ্ছে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এএইচএম কামরুজ্জামান বলেন, এবারের বাজেটে ব্যয় সংকোচন নীতি অনুসরণ করা হচ্ছে। তবে উন্নয়ন খাতে আগের মতোই সর্বোচ্চ বরাদ্দ থাকবে। অপ্রয়োজনীয় খরচ কমিয়ে বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত