
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের (এফবিএস) চারটি বিভাগ (ডিপার্টমেন্ট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ইন জেনারেল, ডিপার্টমেন্ট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ইন ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং, ডিপার্টমেন্ট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ইন মার্কেটিং এবং ডিপার্টমেন্ট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ইন ম্যানেজমেন্ট স্টাডিজ) ও ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি)-এরমধ্যে চারটি সমঝোতা স্মারক বিইউপির বিজয় অডিটোরিয়ামে স্বাক্ষরিত হয়। এই সমঝোতা স্মারকের লক্ষ্য হলো- বিইউপি শিক্ষার্থীদের চলমান ক্যারিয়ার পরিকল্পনা ও উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করা এবং যৌথ উদ্যোগের মাধ্যমে বিইউপির কর্পোরেট সংযোগকে আরও সুদৃঢ় করা। আইসিএমএবির ভাইস প্রেসিডেন্ট মো. কাওসার আলম এবং চার বিভাগের চেয়ারম্যানরা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি