
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)-এর সম্মানিত প্রক্টর সহযোগী অধ্যাপক ডা. শেখ ফরহাদের সঙ্গে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ডিইউএবি) যুক্তরাষ্ট্র শাখার নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার মেজ্জান পার্টি হল, জামাইকাতে আয়োজিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার শরিফ চৌধুরী, পাপ্পু। জাতীয়বাদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএবি) যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাইন উদ্দিন মিয়াজী, মামুন হোসেন বিপ্লব এবং ফ্রেন্ডস সোসাইটি ইউএসএ ইন এর সভাপতি সাইদুজ্জামান রিংকুর যৌথ সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মাওলানা ওয়ালী উল্লাহ মো. আতিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন নিউইয়র্ক স্টেট বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি