ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

অটোরিকশামুক্ত নিকুঞ্জ : জনজীবনে স্বস্তি

অটোরিকশামুক্ত নিকুঞ্জ : জনজীবনে স্বস্তি

রাজধানীর নিকুঞ্জে চার মাস ধরে অটোরিকশামুক্ত জীবন চলছে। এতে জনজীবনে স্বস্তি বিরাজ করছে। গত শনিবার থেকে এলাকাবাসীর ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এ উদ্যোগ সফল হয়। এতে কমেছে যানজট, শব্দদূষণ ও অনিরাপদ চলাচলের ঝুঁকি। পথচারী, বিশেষ করে শিশু ও প্রবীণরা এখন নির্বিঘ্নে চলাচল করতে পারছেন। তবে সম্প্রতি অভিযোগ উঠেছে, একটি কুচক্রী মহল রাজনৈতিক ছত্রছায়ায় থেকে পুনরায় অটোরিকশা চালুর পাঁয়তারা করছে। এ নিয়ে নিকুঞ্জ ১ ও ২ কল্যাণ সমিতি, খিলক্ষেত টানপাড়া কল্যাণ সোসাইটি ও স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা প্রশাসনকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত