ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ছিনতাইয়ের ঘটনায় আহত দুই

ছিনতাইয়ের ঘটনায় আহত দুই

রাজধানীতে পৃথক দুটি ছিনতাইয়ের ঘটনায় ছুরিকাঘাতে দুইজন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার ভোররাত ৪টার দিকে ধোলাইপাড় থেকে কারওয়ান বাজার যাওয়ার পথে পল্টন থানার রাজউক ভবনের সামনে মাছভর্তি ভ্যানে হামলা চালায় ছিনতাইকারীরা। আহত ভ্যানচালকের নাম জহিরুল।

তিনি সায়েদাবাদ হুজুরবাড়ি এলাকায় ভাড়া বাসায় থাকেন। তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হাসিব জানান, পেছন থেকে আসা একটি পিকআপে থাকা তিন-চারজন ছিনতাইকারী জহিরুলের ভ্যান থামিয়ে মাছ ভর্তি ভ্যান ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে তারা ভ্যানচালকের হাতে ও বুকে ছুরিকাঘাত করে পাঁচটি ইলিশ ভর্তি ককশিট নিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোর সাড়ে ৫টার দিকে ঢামেক হাসপাতালে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা নিয়ে তিনি হাসপাতাল ত্যাগ করেন।

অন্যদিকে, গত সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কলাবাগান থানার গ্রীন রোডের ঢাকা টাওয়ারের সামনে গলির মুখে ছিনতাইকারীর ছুরিকাঘাতে গুরুতর আহত হন ফাহিম। তিনি গাজীপুর সদর উপজেলার পোবাইল এলাকার মো. মাসুম বয়াতির ছেলে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত