ঢাকা শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসের বার্ষিক সম্মেলনে নৌবাহিনী প্রধান

মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসের বার্ষিক সম্মেলনে নৌবাহিনী প্রধান

ঢাকা সেনানিবাসস্থ এমইএস কনভেনশন হলে গতকাল বুধবার দ্বিতীয় দিনের সম্মেলন অনুষ্ঠিত হয়। তিন দিনব্যাপী এই সম্মেলনের দ্বিতীয় দিনে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ মেজর জেনারেল মু. হাসান-উজ-জামান। নৌবাহিনী প্রধান তার ভাষণের শুরুতেই বিজয়ের এই মাসে সশস্ত্র বাহিনীর সদস্যসহ মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সব বীর মুক্তিযোদ্ধাকে গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, ‘মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস’ একটি স্বনামধন্য সেবাদানকারী আন্তঃবাহিনী প্রতিষ্ঠান হিসেবে অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করে আসছে। ‘সেবাই ব্রত’ এই মূলমন্ত্রকে সামনে রেখে এমইএস’র সদস্যদের বর্তমানে প্রযুক্তির অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে আধুনিক প্রকৌশল প্রযুক্তি, ডিজিটাল প্রকল্প ব্যবস্থাপনা ও পরিবেশবান্ধব নির্মাণনীতির আলোকে কাজ করার আহ্বান জানান। সূত্র: আইএসপিআর

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত