
রাজধানীর পল্টনে র্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার বিকালে তাদের গ্রেপ্তার করে র্যাব। র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া বিভাগের পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী কাওরান বাজার র্যাব মিডিয়া সেন্টারে এ বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলো- শহিদ মাঝি, মামুন, মিজান, মো. জুয়েল বিশ্বাস, মো. আলামিন দুয়ারী দিপু ও মো. আবুল কালাম আজাদ। র্যাব জানায়, মঙ্গলবার বিকাল ৫টার দিকে র্যাব-১০, সিপিসি-১ যাত্রাবাড়ী ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, পল্টন মডেল থানা এলাকায় একটি সংঘবদ্ধ ডাকাত চক্র ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। ডাকাত দলের সদস্যদের গতিবিধি সন্দেহজনক হলে তাদের মাইক্রোবাসটি আভিযানিক দল পল্টন মডেল থানার ভিআইপি রোড এলাকায় থামায়। এসময় মাইক্রোবাসে থাকা ছয় ব্যক্তি র্যাব বলে পরিচয় দেয়। পরে পরিচয়পত্র যাচাই করে সেগুলো ভুয়া বলে প্রমাণিত হয়। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি