ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

অ্যাব-নার্সসাব মতবিনিময় সভায় পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা

অ্যাব-নার্সসাব মতবিনিময় সভায় পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা

গত বুধবার বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি), ফার্মগেট, ঢাকার সেমিনার কক্ষে-১ এ এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (অ্যাব)-এর নবগঠিত নেতৃবৃন্দের সঙ্গে নার্স সায়েন্টিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নার্সসাব)-এর পক্ষ থেকে শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় দেশের কৃষি গবেষণা খাতের ১২টি প্রতিষ্ঠানের বিজ্ঞানীরা অংশগ্রহণ করে গঠনমূলক মতামত প্রদান করেন- বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট, রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট, বাংলাদেশ তুলা উন্নয়ন বোর্ড এবং বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট।

বিজ্ঞানীদের পক্ষ থেকে অ্যাব-এর সিনিয়র নেতৃবৃন্দের নিকট কৃষি গবেষণা সিস্টেমকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে কয়েকটি যৌক্তিক দাবি উপস্থাপন করা হয় এবং এসব দাবি বাস্তবায়নে তাদের সহযোগিতা ও সমর্থন কামনা করা হয়। নার্সসাব-এর আহ্বায়ক ড. মো. মসিউর রহমান, মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সভাপতিত্বে সভায় এইচএম সাইফুল্লাহ আজাদ, পিএসও দূর-দূরান্ত থেকে আগত বিজ্ঞানীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত