
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)-তে গত বৃহস্পতিবার শহিদ ডা. মিল্টন হলে ‘শিক্ষা, গবেষণা ও রোগীদের সেবায় ক্লিনিক্যাল ফার্মাকোলজি বিভাগের বর্তমান ও ভবিষ্যৎ (Seminar On: Present and Future of Clinical Pharmacology in Education, Research and Patient Care) ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিএমইউ’র ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। বিশেষ অতিথি ছিলেন বিএমইউ’র সম্মানিত প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার। বক্তা ছিলেন সম্মানিত প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল ফার্মেসি অ্যান্ড ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. শেখ জহির রায়হান, হলি ফ্যামিলি রেডক্রিসেন্ট মেডিকেল কলেজের ফার্মাকোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মোরশেদ নাসির, বিএমইউ’র ফার্মাকোলজি বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডা. ইলোরা শারমিন। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি