
মিশরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত ৩২তম আন্তর্জাতিক হিফযুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী হাফেজ আনাস বিন আতিককে (১৪) সংবর্ধনা প্রদান করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। আন্তর্জাতিক অঙ্গনে অসাধারণ সাফল্যের স্বীকৃতিস্বরূপ গতকাল শুক্রবার সকাল ১১.৩০টায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে হাফেজ আনাসকে এ সংবর্ধনা প্রদান করা হয়। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাফেজ আনাসকে ক্রেস্ট প্রদান করেন।
ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এসময় অন্যান্যের মধ্যে ইসলামিক ফাউন্ডেশনের সচিব শেখ মুর্শিদুল ইসলাম, দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনুর রশীদ, মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার মুহতামিম শায়েখ নেছার আহমদ নেছারী ও হাফেজ আনাসের পিতা আতিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি