
শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। মহান মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের প্রাক্কালে দেশকে মেধাশূন্য করার নৃশংস অপচেষ্টার শিকার শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে গতকাল রোববার, ১৪ ডিসেম্বর সকালে মিরপুর শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। সঙ্গে উপস্থিত বুয়েট পরিবারের সব সদস্য নীরবতা ও গভীর ভাবগম্ভীরতার মধ্য দিয়ে শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগকে হৃদয়ে ধারণ করে তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি