
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) গতকাল মঙ্গলবার মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। দিবসের কর্মসূচির অন্যতম অংশ হিসেবে আজ সকাল ৮:০০টায় উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম সাভার জাতীয় স্মৃতিসৌধে পুস্পার্ঘ্য অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি