
আমাদের ইতিহাস চর্চা কেবল ইসলামের প্রথম যুগ বা উমাইয়া-আব্বাসীয় আমলের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না, সর্বাগ্রে বাংলাদেশ ভূ-খন্ডের নৃতাত্ত্বিক পরিচয়, ইসলামের প্রচার প্রসারের ইতিহাস, অন্যান্য ধর্মের সঙ্গে সম্প্রীতি-সহাবস্থানের ঐতিহ্য ও বর্তমান বাস্তবতা নিয়ে ব্যাপক পর্যালোচনা করতে হবে। প্রিয় মাতৃভূমি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের সুরক্ষা করতে হলে উল্লেখিত বিষয়গুলো স্কুল, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের সিলেবাসের অন্তর্ভুক্ত করা ছাড়া বিকল্প পথ নেই। মহান বিজয় দিবস উপলক্ষে ইসলামী ঐক্য আন্দোলন, ঢাকা মহানগরীর উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির ভাষণে আন্দোলনের আমির ড. মুহাম্মদ ঈসা শাহেদী উপরোক্ত অভিমত ব্যক্ত করেন। সংগঠনের মহানগর সভাপতি মাওলানা মোরশেদ খানের সভাপতিত্বে মহানগর জয়েন্ট সেক্রেটারী তাওহীদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নায়েবে আমির অধ্যক্ষ এসএম আবদুল হামিদ ও মওলানা ইসমাঈল ফারুক, সেক্রেটারি জেনারেল ড. এনামুল হক আজাদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. ইসমাইল হোসেন ও মওলানা রফিকুল ইসলাম প্রমুখ। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি