
মহান বিজয় দিবসে উপলক্ষে সাইকেল র্যালি কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা কলেজ শাখা। এতে কলেজের ৩ শতাধিক শিক্ষার্থী অংশ নেন। গতকাল মঙ্গলবার সকালে ঢাকা কলেজ শহিদ মিনারের সামনে থেকে র্যালিটি শুরু হয়। পরে সাইন্সল্যাব হয়ে জাতীয় সংসদ ভবন এলাকা প্রদক্ষিণ করে পুনরায় ঢাকা কলেজ ক্যাম্পাসে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে র্যালিটি শেষ হয়। সাইকেল র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। তিনি বলেন, অনেক ত্যাগ ও রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশ আজ নতুন এক বাস্তবতার মুখোমুখি। প্রতিবছরের মতো এবারও ইসলামী ছাত্রশিবির মহান বিজয় দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি পালন করছে। তরুণ সমাজকে স্বাস্থ্য সচেতন ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলার লক্ষ্যে সারা দেশে একযোগে ম্যারাথন দৌড়, সাইকেল র্যালি, স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন ও আলোচনা সভার মতো ছাত্রবান্ধব কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসব কর্মসূচির মাধ্যমে একটি ঐক্যবদ্ধ নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন তরুণ প্রজন্মের সামনে তুলে ধরা হচ্ছে।
শিবির সেক্রেটারি বলেন, একটি নির্দিষ্ট গোষ্ঠী অতীতের কিছু রাজনৈতিক ন্যারেটিভ ফিরিয়ে এনে জাতির মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে। যা তরুণ সমাজ এরইমধ্যে প্রত্যাখ্যান করেছে। স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশে বাক স্বাধীনতা হরণ করে বাকশাল প্রতিষ্ঠার ফলে দুর্ভিক্ষ ও রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছিল।