ঢাকা শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

বিএপিএলসির ২৬তম বার্ষিক সাধারণ সভা

বিএপিএলসির ২৬তম বার্ষিক সাধারণ সভা

শেয়ার বাজারের তালিকাভুক্ত কোম্পানীগুলোর শীর্ষ সংগঠন, বাংলাদেশ এসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি)-এর ২৬তম বার্ষিক সাধারণ সভা গত বুধবার ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত হয়। এসোসিয়েশনের সভাপতি রুপালী হক চৌধুরী সভায় সভাপতিত্ব করেন এবং নব-নির্বাচিত সভাপতি, রিয়াদ মাহমুদ, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদ এ সময় উপস্থিত ছিলেন।

নির্বাহী কমিটির সদস্যবৃন্দ আবদুল্লাহ আল মাহমুদ, ব্যবস্থাপনা পরিচালক, হামিদ ফেব্রিকস পিএলসি; সৈয়দ ফরহাদ আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা, আমরা নেটওয়ার্কস লিমিটেড; মো. কায়সার হামিদ, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা, বাংলাদেশ ফাইন্যান্স পিএলসি; আদিব হোসেন বাবুল, পরিচালক, ন্যাশনাল ফিড মিল লিমিটেড; জিয়াদ রহমান, পরিচালক, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোং লিমিটেড; মো. শরীফ হাসান, কোম্পানি সেক্রেটারি, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসি, নবনির্বাচিত নির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, তালিকাভুক্ত কোম্পানিসমূহের প্রতিনিধিরা এবং মহাসচিব জনাব মো. আমজাদ হোসেন এজিএম-এ উপস্থিত ছিলেন। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত