
রংপুরে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)। গ্রেপ্তারদের মধ্যে হারাগাছ পৌর মৎস্যজীবী লীগের সভাপতি ও ছাত্রলীগ নেতা রয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা একাধিক মামলায় তাদের গ্রেপ্তার করা হয়। গত শনিবার মধ্যরাতে নগরীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মো. অহেদুল ইসলাম রংপুর মহানগরের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, জাকিরুল হাসান সোহেল হারাগাছ পৌর মৎস্যজীবী লীগের সভাপতি, সেকেন্দার আলী খান ওরফে সুবা মেম্বার ৩৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য এবং ইহসান কবির ইমন রংপুর মডেল কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।
পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে নাশকতা, হামলা, ভাঙচুর ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা রয়েছে। গ্রেপ্তারদের আদালতে সোপর্দ করা হয়েছে। রংপুর মেট্রোপলিটন অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে দায়ের করা মামলার এজাহারনামীয় ও পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে।