ঢাকা বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া

আধিপত্যবাদবিরোধী আন্দোলনে আপসহীন ছিলেন খালেদা জিয়া

আধিপত্যবাদবিরোধী আন্দোলনে আপসহীন ছিলেন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সারাদেশে শোকের ছায়া নেমে এসেছে। এদিন স্কুল-কলেজের স্বাভাবিক কার্যক্রম চলেনি, এজলাসে ওঠেননি বিচারকেরা, স্থবির হয়ে পড়ে সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম। আপসহীন নেত্রীর মৃত্যুতে বিভিন্ন মহল শোক প্রকাশ করেছে। বিভিন্ন স্থানে দোয়া মাহফিল ও কোরআনখানি অনুষ্ঠিত হয়েছে।

এজলাসে ওঠেননি বিচারকেরা : বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে ঢাকা আইনজীবী সমিতি। একইসঙ্গে আদালতের কার্যক্রমে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নেয় সংগঠনটি। সিদ্ধান্তের প্রতি সম্মান দেখিয়ে গতকাল মঙ্গলবার ঢাকার অধস্তন আদালতের বিচারকেরা এজলাসে ওঠা থেকে বিরত থাকেন। তবে দাপ্তরিক কাজ স্বাভাবিকভাবেই চলেছে।

আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম স্বাক্ষরিত শোকবার্তায় উল্লেখ করা হয়, বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, দীর্ঘদিন গণতন্ত্রের আপসহীন সংগ্রামে অবিচল থাকা এক মহীয়সী নারী, গণতন্ত্রের মাতা, বিএনপির চেয়ারপারসন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে সকাল ৬টায় এভার কেয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে ঢাকা আইনজীবী সমিতি গভীরভাবে শোকাহত। আমরা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। ঢাকা আইনজীবী সমিতির সিদ্ধান্ত অনুযায়ী ঢাকার সব আদালতের কার্যক্রমে আইনজীবী সদস্যরা অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন।

ডাকসুর দোয়া মাহফিল : তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বাদ যোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি তার রাজনৈতিক সংগ্রাম ও দেশবাসীর জন্য ত্যাগের কথা স্মরণ করা হয়।

দোয়া মাহফিলে বক্তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনে আপসহীন নেতৃত্বের প্রতীক ছিলেন বেগম খালেদা জিয়া। দেশের গণতান্ত্রিক সংগ্রামে তার অবদান জাতি চিরদিন স্মরণ করবে।

বিএমইউ ভিসির শোক : তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত শোকবার্তায় এ তথ্য জানানো হয়।

শোকবার্তায় বলা হয়, অধ্যাপক শাহিনুল আলম মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান। এতে আরও উল্লেখ করা হয়, খালেদা জিয়ার রাজনৈতিক নেতৃত্ব, দীর্ঘ সংগ্রাম এবং প্রতিকূলতার মুখে দৃঢ় অবস্থান বাংলাদেশের বহুদলীয় রাজনীতিতে এক স্বতন্ত্র অধ্যায় তৈরি করেছে।

পেট্রোবাংলার শোক প্রকাশ : সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছ বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা)। গতকাল মঙ্গলবার এক বার্তায় এ শোক প্রকাশ করেন পেট্রোবাংলা চেয়ারম্যান রেজানুর রহমান।

বার্তায় বলা হয়, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পেট্রোবাংলার সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীরা গভীর শোক প্রকাশ করছেন। আমরা মরহুমার শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি।

চবি উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়ের শোক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ ও সমবেদনা জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার, মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন। উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয় এক শোক বার্তায় বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন। এ মৃত্যুশোক যাতে শোকাহত পরিবার-পরিজন ধৈর্য সহকারে কাটিয়ে উঠতে সক্ষম হন, সেজন্য তারা মহান আল্লাহর নিকট দোয়া করেছেন।

শোকবার্তায় বলা হয়, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে বেগম খালেদা জিয়ার অসামান্য অবদান এবং সাহসিকতা জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে। তিনি ছিলেন সত্য-ন্যায়ের সপক্ষে এবং আধিপত্যবাদের বিরুদ্ধে সব সময় অবিচল।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড-এর শোক : বাংলাদেশের প্রথম নারী ও তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।

আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পক্ষে চেয়ারম্যান (গ্রেড-১) প্রকৌশলী মো. রেজাউল করিম এ শোক প্রকাশ করেন। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।

শোকবার্তায় রেজাউল করিম বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন একজন প্রজ্ঞাবান রাষ্ট্রনায়ক এবং জনদরদি ও মানবিক রাজনীতিবিদ। তিনি গণতন্ত্র, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় সর্বদা সোচ্চার ছিলেন।

জাতীয় প্রেস ক্লাবের শোক সভা : সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে আজ জাতীয় প্রেস ক্লাবের পূর্বনির্ধারিত বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্থগিত করা হয়েছে। সাধারণ সভার পরিবর্তে বেলা ১১টায় ক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে শোক সভার আয়োজন করা হয়। ক্লাব সভাপতি হাসান হাফিজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়ার সঞ্চালনায় শোক সভায় সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন ব্যবস্থাপনা কমিটির সদস্য আবদুল হাই শিকদার ও কাদের গণি চৌধুরী।

অফিসার্স ক্লাবের শোক : সাবেক তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছে অফিসার্স ক্লাব ঢাকা। ক্লাবের সাধারণ সম্পাদক এবিএম আব্দুস সাত্তার স্বাক্ষরিত এক শোক বার্তায় মঙ্গলবার বলা হয়েছে, আমরা গভীর দুঃখের সাথে জানাচ্ছি যে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন ও সাবেক ৩ বারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়ার মৃত্যুতে আমরা শোকাহত। একটি সোনালী রাজনৈতিক জীবনের সমাপ্তী হলো। আপসহীন দেশনেত্রী খালেদা জিয়া তার ভালবাসার দেশ এবং মানুষগুলোকে ছেড়ে অনন্তের পথে যাত্রা করলেন সারা দেশের মানুষকে কাঁদিয়ে। যিনি সারা জীবন গণতন্ত্রের জন্য লড়াই করেছেন।

রংপুরে বিএনপির দোয়া মাহফিল : দেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল করেছে রংপুর জেলা ও মহানগর বিএনপি এবং রংপুর মহানগর যুবদল। গতকাল মঙ্গলবার বাদ জোহর নগরীর গ্রান্ডহোটেলস্থ দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় সেখানে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। সবাই বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন, রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু, জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন, কাউনিয়া উপজেলা বিএনপির সভাপতি এমদাদুল হক ভরসাসহ বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

রাজশাহী জুড়ে শোক : বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাজশাহী জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। তার মৃত্যুতে বিএনপির নেতাকর্মী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ গভীর শোক প্রকাশ করছেন। বেগম জিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই বিএনপির নেতাকর্মীদের মধ্যে শোকের আবহ বিরাজ করছে। অনেক নেতাকর্মীকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। সকাল থেকেই রাজশাহী নগরীর মালোপাড়ায় অবস্থিত মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের ভিড় জমাতে শুরু করে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত