
ঢাকা, ৩১ ডিসেম্বর ২০২৫ : নাগরিকবান্ধব ডিজিটাল সেবার বিস্তার, সরকারি সেবা ব্যবস্থাপনাকে আরও সুদৃঢ় করা, অন্তর্ভুক্তিমূলক জনসেবায় উদ্ভাবন, দক্ষতা উন্নয়ন এবং জ্ঞানভিত্তিক সমাজ গঠনে কার্যকর ভূমিকা রাখার মধ্য দিয়ে ২০২৫ সাল শেষ করেছে এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রাম।
দুই দশকের বেশি সময় ধরে চলমান এই উদ্যোগটি ২০০৪ সালে ‘প্রধানমন্ত্রীর কার্যালয়ের আইসিটি সক্ষমতা বৃদ্ধি’ প্রকল্প হিসেবে যাত্রা শুরু করে। পরবর্তীতে ২০০৬ সালে, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও বাংলাদেশ সরকারের সহায়তায় এটি ‘অ্যাকসেস টু ইনফরমেশন’ নামে পুনর্গঠিত হয়। ২০২০ সালে এর নতুন নাম হয় ‘এসপায়ার টু ইনোভেট’। বিগত বছরগুলোতে এটুআই বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি সংস্থার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে সরকারি সেবা গ্রহণ প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও নাগরিকবান্ধব করেছে। ২০২৫ সালেও এই প্রচেষ্টা অব্যাহত ছিল এবং একই সঙ্গে দীর্ঘমেয়াদি প্রাতিষ্ঠানিক রূপান্তরের জন্য প্রয়োজনীয় প্রস্তুতিমূলক কাজ আরও জোরদার করা হয়েছে। এ বছর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে, তার বিশেষ সহকারীর দিকনির্দেশনা এবং এটুআইয়ের কারিগরি সহায়তায় ‘নাগরিকসেবা বাংলাদেশ’ উদ্যোগটি বাস্তবায়নে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এরইমধ্যে এক হাজারের বেশি উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং সারা দেশে ৫০০টির বেশি নাগরিকসেবা কেন্দ্র চালু হয়েছে। যার মাধ্যমে শহর থেকে দেশের প্রত্যন্ত অঞ্চলের নাগরিকরা সহজেই সরকারি সেবা পাচ্ছেন। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি