ঢাকা বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬, ২৪ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

ময়মনসিংহে ট্রেনের আগাম টিকিট কেটে চড়া দামে বিক্রি

রেলকর্মী গ্রেপ্তার
ময়মনসিংহে ট্রেনের আগাম টিকিট কেটে চড়া দামে বিক্রি

ময়মনসিংহে আগাম টিকিট কেটে যাত্রীদের কাছে চড়া দামে বিক্রির অভিযোগে রেলের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ রেলওয়ে জংশন এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে রেলওয়ে থানায় মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির নাম মানিক মিয়া (৩১)। তিনি নেত্রকোনার বারহাট্টা উপজেলার ছালিপুরা গ্রামের আবদুল মতিনের ছেলে এবং নেত্রকোনার মোহনগঞ্জ-ঢাকা রুটের হাওর এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ট হিসেবে কর্মরত। পুলিশ জানায়, হাওর এক্সপ্রেস ট্রেনটিতে প্রায় ১০ বছর ধরে স্টুয়ার্ট হিসেবে কর্মরত মানিক মিয়া। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল ময়মনসিংহ রেলওয়ে জংশন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৬টি আসনের চারটি টিকিট জব্দ করা হয়। পরে তাকে রেলওয়ে থানা-পুলিশের হেফাজতে নেওয়া হয়।’ পুলিশের জিজ্ঞাসাবাদে মানিক মিয়া জানান, তিনি দীর্ঘদিন ধরে অনলাইনে অ্যাপের মাধ্যমে আগাম টিকিট কেটে রাখতেন। বিভিন্ন ব্যক্তির জাতীয় পরিচয়পত্র নিজের সংরক্ষণে রেখে সেই তথ্য ব্যবহার করে এসব টিকিট সংগ্রহ করা হতো।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত