
‘মহান বিজয় দিবস-২০২৫’ উদযাপন উপলক্ষে সেনা, নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে জাতীয় প্যারেড স্কয়ার, তেজগাঁওয়ে প্যারা জাম্পের আয়োজন করা হয়। বিজয়ের ৫৪তম বছর পূর্তিতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং সশস্ত্র বাহিনীর ৫৩ জনসহ সর্বমোট ৫৪ জন প্যারাট্রপার বাংলাদেশের জাতীয় পতাকাসহ ফ্রি ফল জাম্পের মাধ্যমে আকাশ থেকে ভূমিতে অবতরণ করেন যা এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ এবং বিজয়ের মাসে বাংলাদেশ পেল এক অনন্য আন্তর্জাতিক সম্মান। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে গত ১৬ ডিসেম্বর ২০২৫ তারিখে মহান বিজয় দিবসে জাতীয় প্যারেড স্কয়ার, তেজগাঁওয়ে অনুষ্ঠিত ৫৪ জন প্যারাট্রুপার ৫৪টি বাংলাদেশের জাতীয় পতাকাসহ ফ্রি ফল জাম্পের মাধ্যমে বিশ্বরেকর্ড গড়েছে। সশস্ত্র বাহিনী বিভাগের তত্ত্বাবধানে পুরো উদ্যোগটির পরিকল্পনা ও বাস্তবায়ন করা হয়। সূত্র: আইএসপিআর