
আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (এইউএসটি) AUST কালচারাল ক্লাবের উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী উইন্টার ফোক ফেস্ট সিজন সফলভাবে সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার এ উৎসবের সমাপ্তি ঘটে। গত রোববার বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আশরাফুল হক উৎসবের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও প্রো ভাইস-চ্যান্সেলর (ইনচার্জ) প্রফেসর ড. শারমিন রেজা চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মো. আশরাফুর রহমান, ছাত্র কল্যাণ উপদেষ্টা প্রফেসর ড. মো. শরিফুল ইসলাম, AUST কালচারাল ক্লাবের সদস্যবৃন্দ এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী। উৎসবটি শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয় এবং শীতকালীন লোকসংস্কৃতি ও ঐতিহ্য উদযাপনের মাধ্যমে ক্যাম্পাসজীবনে ভিন্নমাত্রা যোগ করে। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি