ঢাকা বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৫ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য তৈরিতে জরিমানা, ভেজাল গুড় জব্দ

অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য তৈরিতে জরিমানা, ভেজাল গুড় জব্দ

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উদ্যোগে গতকাল বুধবার সকালে রাজশাহী জেলার চারঘাট উপজেলায় একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এতে বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ না করে অস্বাস্থ্যকর পরিবেশে ‘বিস্কুট, পাউরুটি ও কেক’ উৎপাদন ও বিক্রি-বিতরণ করায় রায়পুর এলাকায় অবস্থিত মেসার্স মায়ের দোয়া বেকারি প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং উৎপাদনে ব্যবহৃত নিষিদ্ধ রং ও কেমিক্যাল জব্দ করা হয়। এছাড়া অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে চিনি, ডালডা, চুন ও নন-ফুডগ্রেড রং মিশিয়ে ভেজাল গুড় উৎপাদন করায় পিরোজপুর এলাকায় অবস্থিত রাসেল গুড় ফ্যাক্টরিকে ৫০ পঞ্চাশ হাজার টাকা জরিমানা এবং প্রায় দুই মণ ভেজাল গুড় জব্দপূর্বক ধ্বংস করা হয়। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত