ঢাকা বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৫ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

টাইমস হায়ার অ্যাডুকেশন সাবজেক্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষে এনএসইউ

টাইমস হায়ার অ্যাডুকেশন সাবজেক্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষে এনএসইউ

টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) প্রকাশিত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাবজেক্ট র‍্যাংকিংস ২০২৬-এ একাধিক বিষয়ে বাংলাদেশের শীর্ষ অবস্থান অর্জন করেছে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ)। এনএসইউ বিজনেস অ্যান্ড ইকোনমিকস বিষয়ে বিশ্বব্যাপী ৫০১-৬০০ ব্যান্ডে স্থান পেয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে বাংলাদেশে প্রথম স্থান অর্জন করেছে। মেডিকেল অ্যান্ড হেলথ সায়েন্সেস বিষয়ে এনএসইউ বিশ্বে ৪০১-৫০০ ব্যান্ডে অবস্থান করে এবং বাংলাদেশে যৌথভাবে দ্বিতীয় স্থান লাভ করেছে।

এনএসইউ কম্পিউটার সায়েন্স বিষয়ে বিশ্বব্যাপী ৮০১-১০০০ ব্যান্ডে স্থান পেয়েছে। ইঞ্জিনিয়ারিং বিষয়ে এটি বিশ্বে ৬০১-৮০০ ব্যান্ডে অবস্থান করে এবং বাংলাদেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে যৌথভাবে স্বীকৃতি পেয়েছে। এছাড়া সোশ্যাল সায়েন্সেস বিষয়ে এনএসইউ বিশ্বব্যাপী ৫০১-৬০০ ব্যান্ডে স্থান অর্জনের পাশাপাশি বাংলাদেশের সর্বোচ্চ অবস্থানে থাকা বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃত হয়েছে।

সামগ্রিকভাবে, টাইমস হায়ার এডুকেশন সাবজেক্ট র‍্যাংকিংস ২০২৬-এ এনএসইউ বিজনেস অ্যান্ড ইকোনমিকসে বাংলাদেশে যৌথভাবে প্রথম, সোশ্যাল সায়েন্সেসে বাংলাদেশে প্রথম, মেডিকেল অ্যান্ড হেলথ সায়েন্সেসে বাংলাদেশে যৌথভাবে দ্বিতীয় এবং ইঞ্জিনিয়ারিংয়ে বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত