
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের দক্ষতা উন্নয়ন, আত্মনির্ভরশীলতা অর্জন এবং আন্তর্জাতিক শ্রমবাজারে প্রতিযোগিতামূলক অবস্থান নিশ্চিত করার লক্ষে বাহিনীর সম্মানিত মহাপরিচালক মহোদয়ের দূরদর্শী ও প্রগতিশীল নেতৃত্বে এক যুগান্তকারী উদ্যোগ বাস্তবায়নের পথে এগিয়ে চলেছে। এরই ধারাবাহিকতায় বাহিনীর ‘সঞ্জীবন প্রকল্প’-এর আওতায় ওভারসিজ এমপ্লয়মেন্ট কার্যক্রমকে আরও বেগবান করতে আনসার-ভিডিপি সদস্যদের জন্য জাপানিজ ভাষা প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয়েছে। গত ২২ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ আনসার-ভিডিপি সদর দপ্তর থেকে অনলাইনে এই প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন।
গত ২২ জানুয়ারি থেকে শুরু হওয়া ৯০ দিন মেয়াদি এই প্রশিক্ষণ আগামী ২১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ পর্যন্ত চলমান থাকবে। উল্লেখ্য, এই কার্যক্রমের অংশ হিসেবে গত ১৫ জানুয়ারি ২০২৬ তারিখে আনসার-ভিডিপি সদর দপ্তরে বাহিনীর সদস্যদের জাপানিজ ভাষা শিক্ষার লক্ষে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয় Skill Up প্রতিষ্ঠানের সঙ্গে। Skill Up একটি দক্ষতা উন্নয়ন ও পরামর্শমূলক প্রতিষ্ঠান, যা বৈশ্বিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গঠনে কাজ করে যাচ্ছে। আনসার-ভিডিপি একাডেমি, খুলনা, চট্টগ্রাম, বগুড়া ও রংপুর- এই পাঁচটি প্রশিক্ষণ কেন্দ্রে প্রতিটিতে ৪০ জন করে মোট ২০০ জন প্রশিক্ষণার্থী এই কার্যক্রমে অংশগ্রহণ করছেন। Skill Up প্রতিষ্ঠানের অভিজ্ঞ ও দক্ষ জাপানিজ ভাষা প্রশিক্ষকদের মাধ্যমে এই প্রশিক্ষণ পরিচালিত হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে মহাপরিচালক বলেন, ‘এই জাপানিজ ভাষা প্রশিক্ষণ কারিকুলাম হবে একটি হাইব্রিড ও সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী প্রশিক্ষণ ব্যবস্থা, যা আনসার-ভিডিপির অন্যান্য প্রচলিত প্রশিক্ষণ কার্যক্রম থেকে মৌলিকভাবে ভিন্ন। প্রশিক্ষণার্থীদের জন্য এটি হবে এক নিবিড়, আবাসিক এবং ব্যবহারিক ভাষা শিক্ষা কার্যক্রম।’
তিনি আরও বলেন, ‘এই ৯০ দিনের প্রশিক্ষণকালকে সর্বোচ্চ গুরুত্ব, অধ্যবসায় ও আন্তরিকতার সঙ্গে কাজে লাগাতে হবে। প্রশিক্ষণার্থীদেরকে নিজেদের মধ্যে এবং প্রশিক্ষকদের সঙ্গে সার্বক্ষণিক জাপানিজ ভাষায় কথোপকথনের অনুশীলন করতে হবে। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি