ঢাকা বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৫ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

আহ্ছানিয়া মিশনের উদ্যোগে শীতকালীন পিঠা উৎসব ও রিকভারি মিলন মেলা অনুষ্ঠিত

আহ্ছানিয়া মিশনের উদ্যোগে শীতকালীন পিঠা উৎসব ও রিকভারি মিলন মেলা অনুষ্ঠিত

ঢাকা আহ্ছানিয়া মিশনের নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের উদ্যোগে শীতকালীন পিঠা উৎসব ও রিকভারি মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার রাজধানীর শ্যামলীস্থ স্বাস্থ্য সেক্টরের কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের পরিচালক জনাব ইকবাল মাসুদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেক্টরের সহকারী পরিচালক ডা. নায়লা পারভীনসহ কেন্দ্রের কর্মকর্তারা কেন্দ্র থেকে সুস্থ হয়ে ফিরে যাওয়া রিকভারি সদস্য ও তাঁদের অভিভাবকরাও অনুষ্ঠানে অংশ নেন। এ সময় তিনজন রিকভারি সদস্য তাঁদের সুস্থ জীবনে ফিরে আসার অভিজ্ঞতা তুলে ধরেন এবং পুনর্বাসন কার্যক্রমে কেন্দ্রের ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। সভাপতির বক্তব্যে জনাব ইকবাল মাসুদ বলেন, ‘এ ধরনের সাংস্কৃতিক আয়োজন সেবাগ্রহীতাদের মানসিক শক্তি বাড়াতে সহায়তা করে এবং চিকিৎসা কার্যক্রমের সঙ্গে তাদের সম্পৃক্ততা আরও গভীর করে।’ উল্লেখ্য, ঢাকা আহ্ছানিয়া মিশন ২০১৪ সাল থেকে শ্যামলীস্থ নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের মাধ্যমে মাদকনির্ভরশীল নারীদের সুস্থতা ও মানসিক স্বাস্থ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত