
ফসলের ন্যায্য মূল্য দেওয়াসহ ১২ দাবি কৃষক ঐক্য ফাউন্ডেশনের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য দিতে পণ্যের মূল্য কমিশন গঠন করাসহ ১২ দাবি জানিয়েছে বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশন। গতকাল সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনের ফুটপাতে আলু বিছিয়ে এক অভিনব মানববন্ধন থেকে এসব দাবি জানানো হয়।
কৃষক ঐক্য ফাউন্ডেশনের অন্যান্য দাবিগুলো হচ্ছে— সার, বীজ, কীটনাশকসহ সব কৃষি উপকরণের ন্যায্য মূল্য মোড়কে উল্লেখ করতে হবে; প্রতিটি উপজেলায় আধুনিক কোল্ড স্টোরেজ তৈরি করতে হবে; কৃষকের সেচ মিটার সহজ করতে হবে ও বিদ্যুৎ বিল কমাতে হবে; প্রতিটি কৃষকের জন্য বিনামূল্যে প্রশিক্ষণ ও জেলাভিত্তিক মাটি পরীক্ষা কেন্দ্র স্থাপন করতে হবে এবং কৃষি ঋণ সহজ করতে হবে এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সুদমুক্ত ঋণ দিতে হবে। অন্যা দাবিগুলো হচ্ছে— কৃষিকে শ্রেষ্ঠ পেশা ঘোষণা করতে হবে এবং কৃষক কার্ডে চিকিৎসায় ৫০ শতাংশ ছাড় ও সরকারি সুবিধা দিতে হবে; প্রাকৃতিক দুর্যোগে ক্ষতি পূরণের জন্য কৃষি বীমা চালু করতে হবে; কৃষিপণ্য পরিবহনে রেলবগি বরাদ্দ, টোল-বাতিল ও আমদানি-রপ্তানিতে শুল্ক-ট্যাক্স প্রত্যাহার করতে হবে; উপজেলা, জেলা ও জাতীয় কৃষি সভায় কৃষক প্রতিনিধি রাখতে হবে; দেশের সব খাল-নদী প্রতি দুই বছর অন্তর খনন করে সেচ ও জলাবদ্ধতা নিরসন করতে হবে এবং সরকারি পতিত খাস জমি ও জলাশয় ভূমিহীন কৃষকদের বরাদ্দ দিতে হবে।
মানববন্ধনে বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক জাহিদ, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. রেজাউল করিম, ভোলা জেলার আহ্বায়ক শেখ মনিরুল ইসলাম, লালমনিরহাট জেলার যুগ্ম আহ্বায়ক মো. শফিকুল ইসলাম প্রমুখ।