
বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের আওতাধীন স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (SICIP) এর অধীনে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবি ব্যাংক পিএলসি সম্প্রতি একটি অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির মাধ্যমে দেশব্যাপী উদ্যোক্তাদের জন্য প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা এবং নতুন ব্যবসা উদ্যোগকে সহায়তা করার লক্ষ্যে একটি উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মিসেস নুরুন নাহার। বাংলাদেশ ব্যাংকের এসএমই ও বিশেষ কর্মসূচি বিভাগ (SMESPD)-এর পরিচালক নওশাদ মোস্তফা এবং এনআরবি ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. শাহীন হাওলাদার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি সম্পন্ন করেন। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মিসেস হুসনে আরা শিখা এবং এনআরবি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আনোয়ার উদ্দিন উপস্থিত ছিলেন। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি