ঢাকা বুধবার, ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

অপ্রয়োজনীয় ব্যয় কমাতে কাজ করছে সরকার

বললেন বাণিজ্য উপদেষ্টা
অপ্রয়োজনীয় ব্যয় কমাতে কাজ করছে সরকার

অন্তর্বর্তী সরকারে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানিয়েছেন, অন্তর্বর্তী সরকার ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে অপ্রয়োজনীয় ব্যয় কমাতে কাজ করছে। গতকাল বুধবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পরামর্শক কমিটির ৪৫তম সভায় তিনি এ কথা বলেন। এ সময় বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের (বিডা) চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন উপস্থিত ছিলেন। পূর্বে ব্যয়ের মহোৎসব করার বাজেট ছিল মন্তব্য করে বাণিজ্য উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য আয়-ব্যয়ের স্থিতি ঠিক করে লক্ষ্যভিত্তিক বাজেট বাস্তবায়ন। অনুষ্ঠানে বিডা চেয়ারম্যান চৌধুরী আশিক বলেন, সরকারকে ব্যবসা থেকে সরিয়ে ব্যবসায়ীদেরকে ব্যবসার সুযোগ তৈরি করে দিতে চেষ্টা করছে বিডা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত