ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

লেনদেন বাড়ছে শেয়ারবাজারে

লেনদেন বাড়ছে শেয়ারবাজারে

দেশের শেয়ারবাজারে ধারাবাহিকভাবে লেনদেনের গতি বাড়ছে। গতকাল সোমবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) চলতি বছরে প্রথমবারের মতো ৮০০ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে।

এর মাধ্যমে গত বছরের ২ সেপ্টেম্বরের পর বাজারটিতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে। লেনদেন বাড়ার পাশাপাশি বেড়েছে সবকটি মূল্য সূচক। তবে দাম কমার তালিকায় নাম লিখিয়েছে বেশি সংখ্যক প্রতিষ্ঠান। অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) দাম কমার তালিকায় রয়েছে বেশি সংখ্যাক প্রতিষ্ঠান। এরপরও এই বাজারটি মূল্য সূচক বেড়েছে।

একই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ। বেশি সংখ্যক প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমার পরও মূল্য সূচক বাড়ার কারণ গ্রামীণফোন, সিটি ব্যাংকের মতো বড় মূলধনী কিছু কোম্পানির শেয়ার দাম বেড়েছে। এই প্রতিষ্ঠানগুলো মূল্যসূচকে বড় প্রভাব রাখে। ফলে দাম বাড়ার তালিকা বড় হলেও মূল্যসূচক বেড়েছে।

এদিন শেয়ারবাজারে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে। ফলে লেনদেনের শুরুতেই সূচকের ঊর্ধ্বমুখিতার দেখা মিলে। অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিরটের দাম বাড়ায় লেনদেনের এক পর্যায়ে ডিএসইর প্রধান মূল্য সূচক ৭৯ পয়েন্ট বেড়ে যায়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত