চীনের বিরল খনিজ চৌম্বক কেনা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। গত জুন মাসে আগের মাসের তুলনায় সাত গুণের বেশি বেড়েছে এই রপ্তানি। যুক্তরাষ্ট্র যখন চীনসহ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে শুল্কযুদ্ধে লিপ্ত, তখন চীন থেকে তাদের বিরল খনিজ ধাতু আমদানি বৃদ্ধি কৌতূহলের জন্ম দেয়।
গত রোববার চীনের শুল্ক প্রশাসনের প্রকাশিত তথ্য অনুযায়ী, জুন মাসে যুক্তরাষ্ট্রে চীনের এই বিরল খনিজ রপ্তানি বেড়ে দাঁড়িয়েছে ৩৫৩ মেট্রিক টনে, যা মে মাসের তুলনায় ৬৬০ শতাংশ বেশি। জুন মাসে উভয় দেশের মধ্যে বিরল খনিজ ও চৌম্বক পদার্থ জটিলতা নিরসনের চুক্তি হওয়ার পরপরই এই রপ্তানি বৃদ্ধি হয়েছে। এই চুক্তির আওতায় চিপ কোম্পানি এনভিডিয়া ঘোষণা দিয়েছে, তারা আবারও চীনের কাছে এইচ২০ এআই চিপের বিক্রি শুরু করবে। বার্তা সংস্থা রয়টার্সের সংবাদে বলা হয়েছে, বৈদ্যুতিক যানবাহন ও বায়ুচালিত টারবাইনের মতো খাতে ব্যবহৃত গুরুত্বপূর্ণ খনিজের সরবরাহ বৃদ্ধি চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্য সমঝোতার ইঙ্গিতবহ ঘটনা।