জীবন বীমা কর্পোরেশন প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে গত সোমবার কর্পোরেশনের ব্যবসায় পর্যালোচনা ও এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও কর্পোরেশনের চেয়ারম্যান ড. মো. মোখলেস উর রহমান। সভায় সভাপতিত্ব করেন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব জনাব মো. সাঈদ কুতুব। কর্পোরেশনের প্রধান কার্যালয়ের জিএম, ডিজিএমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন। সভায় কর্পোরেশনের সার্বিক বিয়য় নিয়ে আলোচনা করা হয় এবং উপস্থিত কর্মকর্তাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি