জাপানের সঙ্গে ‘বৃহৎ’ বাণিজ্য চুক্তির ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই চুক্তির ফলে পূর্বঘোষিত ২৫ শতাংশ শুল্ক কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে। গত মঙ্গলবার দেওয়া এই ঘোষণায় ট্রাম্প বলেন, চুক্তির আওতায় জাপান যুক্তরাষ্ট্রে ৫৫০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। যা থেকে ৯০ শতাংশ লাভ পাবে যুক্তরাষ্ট্র। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেছেন, আমরা জাপানের সঙ্গে একটি বিশাল চুক্তি সম্পন্ন করেছি। সম্ভবত এটি ইতিহাসের সবচেয়ে বড় চুক্তি। আগামী ১ আগস্ট থেকে বিভিন্ন দেশের ওপর নতুন করে শুল্ক বসানোর হুমকি দিয়েছেন ট্রাম্প।
তবে এখন পর্যন্ত জাপান ছাড়া ব্রিটেন, ভিয়েতনাম, ফিলিপাইন ও ইন্দোনেশিয়ার সঙ্গে চুক্তির ঘোষণা দিয়েছেন তিনি। অন্য বাণিজ্য অংশীদারদের সঙ্গে আলোচনা চলছে। জাপানি প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা বুধবার টোকিওতে বলেছেন, আমরা প্রথম দেশ হিসেবে কোনও পরিমাণ সীমাবদ্ধতা ছাড়াই গাড়ি ও গাড়ি যন্ত্রাংশের ওপর শুল্ক হ্রাস পেয়েছি। এটি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য উদ্বৃত্ত থাকা দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় ছাড়। এই ঘোষণার পর টয়োটা, হোন্ডার মতো জাপানি গাড়ি কোম্পানির শেয়ারে বুধবার বড় ধরনের উল্লম্ফন দেখা গেছে। টয়োটার শেয়ার ১২ শতাংশের বেশি বেড়ে গেছে। গত জুনে যুক্তরাষ্ট্রমুখী জাপানি গাড়ির রফতানি ২৬.৭ শতাংশ হ্রাস পেয়েছিল।