২০২৪-২৫ অর্থবছরে দেশের মোট রপ্তানি ৪৮.২৮ বিলিয়ন মার্কিন ডলারের মধ্যে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) অবদান ১৭.০৩ শতাংশ যা ২০২৩-২৪ অর্থ বছরে ছিল ১৫.৯ শতাংশ। ২০২৪-২৫ অর্থবছরে বেপজা পরিচালিত ইপিজেডসমূহ ও বেপজা অর্থনৈতিক অঞ্চলে রপ্তানি ও কর্মসংস্থানে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। এই সময়ে পণ্য রপ্তানিতে ১৬.২২ শতাংশ প্রবৃদ্ধি এবং ৩৩ হাজারেরও বেশি নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। একইসঙ্গে নতুন শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে সম্পাদিত চুক্তিসমূহ আগামী দিনে বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা উজ্জ্বল করেছে। ২০২৫ সালের জুন পর্যন্ত ৮টি ইপিজেড এবং বেপজা অর্থনৈতিক অঞ্চলে কর্মরত রয়েছে মোট ৫ লাখ ৩৩ হাজার ৫২৭ জন বাংলাদেশি নাগরিক। ২০২৪ সালের জুন মাস পর্যন্ত যা ছিল ৫ লাখ ১১০ জন।
নতুন প্রতিষ্ঠানসমূহের কার্যক্রম শুরু এবং বিদ্যমান শিল্প প্রতিষ্ঠানের কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে কর্মসংস্থানের এই প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে বেপজাধীন জোনসমূহ থেকে ৮.২২ বিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের পণ্য রপ্তানি হয়েছে যা ২০২৩-২৪ অর্থবছরের ৭.০৭ বিলিয়ন মার্কিন ডলারের রপ্তানি মূল্যের তুলনায় ১৬.২২ শতাংশ বেশি। প্রতিষ্ঠার পর থেকে বেপজা মোট ১১৯ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে। ইপিজেডে উৎপাদিত পণ্যসমূহ বিশ্বের ১২০টিরও বেশি দেশে রপ্তানি হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে বেপজাধীন ইপিজেড ও অর্থনৈতিক অঞ্চলে শিল্প প্রতিষ্ঠানসমূহ মূলধনী যন্ত্রপাতি, নির্মাণ সামগ্রী এবং অন্যান্য সম্পদে (চলতি মূলধন ব্যতীত) ২৯২.৭৭ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে যা ২০২৩-২৪ অর্থবছরে বিনিয়োগকৃত ৩৫০.৯৩ মিলিয়ন মার্কিন ডলারের তুলনায় সামান্য কম।
বেপজা এই প্রবণতাকে বৈশ্বিক ও স্থানীয় অভিযোজন প্রক্রিয়ার অংশ হিসেবে দেখছে। তবে এই সময়ে নতুন লিজ চুক্তি স্বাক্ষরকৃত প্রতিষ্ঠানসমূহের মাধ্যমে বিনিয়োগের যে ভিত্তি তৈরি হয়েছে তা আগামী প্রান্তিকগুলোতে ঘুরে দাঁড়াতে সাহায্য করবে মর্মে বেপজা আশাবাদী। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি