ফিনিক্স ইনসিওরেন্স কোম্পানি লিমিটেডের ৩৯তম বার্ষিক সাধারণ সভা কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ শোয়েবের সভাপতিত্বে গতকাল বুধবার ডিজিটাল প্লাটফমে ঢাকায় অনুষ্ঠিত হয়। সভায় ২০২৪ সালে শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানি ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ২০২৪ সালে কোম্পানি সর্বমোট ৭৫.০৫ কোটি টাকা ব্যবসা করে এবং ৬.৯৫ কোটি টাকা কর-পূর্ব মুনাফা অর্জন করে। ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত কোম্পানির মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ২১৬.১৬ কোটি টাকা।
বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডাররা কোম্পানির বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন এবং নানাবিধ প্রতিকূলতা সত্ত্বেও ব্যবসা উন্নয়নে সাফল্যের জন্য কোম্পারি চেয়ারম্যান, পরিচালকরা এবং ব্যবস্থাপনা পরিচালকসহ সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
ডিজিটাল প্লাটফর্ম সভায় উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান মঞ্জুরুল হক, পরিচালকদের মধ্যে মাজহারুল হক, মোহাম্মেদ হায়দার আলী, মিসেস সাদিয়া আঞ্জুম সিদ্দিকি, ডা. শারমিন সুলতানা, মিস ফাবিয়ানা আজিজ, জাভেদ হোসেন, ইফতেখারুল ইসলাম এবং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. রফিকুর রহমান। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি