দেশের বাজারে উন্মোচিত হলো সনির ওয়্যারলেস ইন্ডাস্ট্রি লিডিং নয়েজ ক্যান্সেলেশন এআই টেকনোলজির হেডফোন ১০০০ এক্সএমসিক্স। আনুষ্ঠানিকভাবে পণ্যটি বাজারে এনেছে বাংলাদেশে জাপানের বিশ্বখ্যাত ব্র্যান্ড সনির অফিসিয়াল ডিস্ট্রিবিউটর স্মার্ট টেকনোলজিস্ (বিডি) লিমিটেড (সনি-স্মার্ট)। সম্প্রতি রাজধানীর শাহবাগের পাঁচণ্ডতারকা হোটেল ইন্টারকন্টিনেন্টালে আনুষ্ঠানিকভাবে এই হেডফোনটি উন্মোচন করা হয়।
এ সময় প্রি-অর্ডার করা গ্রাহকদের হাতে উপহারসহ হেডফোন হস্তান্তর করে সনি-স্মার্ট। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ওই অনুষ্ঠানের শুরুতে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে যুদ্ধবিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় শোক জানানো হয়। সবাই এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্মার্ট টেকনোলজিস্ (বিডি) লিমিটেডের পরিচালক তানভীর হোসেন, বিশেষ অতিথি হিসেবে সনি ইন্টারন্যাশনাল বাংলাদেশ শাখার প্রধান রিকি লুকাস, স্টার টেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহেদ আলী ভূঁইয়া, জনপ্রিয় কণ্ঠশিল্পী সালমা আক্তার, সাজিয়া সুলতানা পুতুল, সাব্বির জামান, শাহরিয়ার রাফাত, বিউটি খান এবং মিস ওয়ার্ল্ড বাংলাদেশ সেরা দশ জান্নাতুল ফেরদৌস অন্বেষা উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি