শীর্ষ স্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসির সঙ্গে চুক্তি সই করেছে হাতিল কমপ্লেক্স লিমিটেড। এই চুক্তির মাধ্যমে নিজেদের আর্থিক ব্যবস্থাপনা উন্নয়নের লক্ষ্যে প্রাইম ব্যাংকের পেরোল ও ডিজিটাল ক্যাশ ম্যানেজমেন্ট সল্যুশন সেবা গ্রহণ করবে হাতিল। সম্প্রতি গুলশানে প্রাইম ব্যাংকের কর্পোরেট কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। সম্পাদিত চুক্তি অনুযায়ী, হাতিল-এর সব কর্মীরা প্রাইম ব্যাংকের বিভিন্ন সেবায় বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন। বিশেষ করে কার্ড, লোন ও ডিজিটাল ব্যাংকিং সল্যুশনসহ প্রেফারেনশিয়াল ব্যাংকিং সেবা উপভোগ করতে পারবেন। এছাড়াও প্রতিষ্ঠানটি কর্পোরেট পেমেন্টের জন্য ব্যাংকের ডিজিটাল পোর্টাল ‘প্রাইম পে’-এর সেবা উপভোগ করতে করবে যা একইসঙ্গে খরচ ও সময় সাশ্রয়ী, নিরাপদ এবং সহজ। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি