
সম্প্রতি উত্তরা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আবুল হাশেম পার্বত্য অঞ্চলের পাহাড়ি বাঙালি অধিবাসীদের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে গৃহীত বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নের অংশ হিসেবে আমদানির বিকল্প পণ্য উৎপাদনের জন্য স্বল্প সুদে কৃষি ঋণ বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. রেজাউল করিম, উপমহাব্যবস্থাপক এবং চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক প্রধান মো. আতিকুর রহমানসহ পাহাড়ি বাঙালি অধিবাসীরা এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি