ঢাকা রোববার, ২১ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

রোনালদোর রেকর্ড ছুঁয়ে রিয়ালকে জেতালেন এমবাপে

রোনালদোর রেকর্ড ছুঁয়ে রিয়ালকে জেতালেন এমবাপে

কোপা দেল রেতে তালাভেরার বিপক্ষে জোড়া গোল করে ক্রিশ্চিয়ানো রোনালদোর রেকর্ডের কাছাকাছি চলে এসেছিল কিলিয়ান এমবাপে। এবার পঞ্জিকাবর্ষে রিয়ালের হয়ে সর্বোচ্চ ৫৯ গোল করা ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছুঁয়ে ফেললেন বিশ্বকাপজয়ী এই ফরাসি তারকা।

শনিবার (২০ ডিসেম্বর) লা লিগার ম্যাচে সেভিয়াকে ২-০ ব্যবহধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। প্রথম গোলটি করেন জুড বেলিংহাম ও দ্বিতীয় গোলটি আসে কিলিয়ান এমবাপের পা থেকে।

এক মৌসুমে রিয়ালের হয়ে সর্বোচ্চ ৫৯ গোলের রেকর্ড এতদিন ছিল একাই ক্রিশ্চিয়ানো রোনালদোর দখলে। সেভিয়ার বিপক্ষে একটি গোল করে সেই রেকর্ডে এবার ভাগ বসালেন এমবাপে। চলমান মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ফরাসি তারকারও গোলসংখ্যা এখন ৫৯।

প্রথমার্ধের বিরতির ৭ মিনিট আগে লিড নেয় রিয়াল। রদ্রিগো ফ্রি-কিক নিলে জুড বেলিংহাম লুসিয়েন আগুমের ওপর লাফিয়ে উঠে হেড থেকে গোল করেন।

সেভিয়ার কাছে সুযোগ ছিল সমতায় ফেরার। তবে বিরতির পর রিয়ালের কাজ কিছুটা সহজ হয়ে যায় বেলিংহামকে ফাউল করে মার্কাও দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে।

২৭তম জন্মদিন পালন করা কিলিয়ান এমবাপে ৮৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করে বাড়ান লিড। একইসঙ্গে ছুঁয়ে ফেলেন নিজের আইডল রোনালদোকে।

আবা/এসআর/২৫

রোনালদো,রেকর্ড,এমবাপে
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত