
বড়দিন উপলক্ষে আজ বৃহস্পতিবার দেশের উভয় পুঁজিবাজার বন্ধ থাকবে। গতকাল বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। এর ফলে আগামী শুক্র ও শনিবার সপ্তাহিক বন্ধসহ টানা তিন দিন পুঁজিবাজারে লেনদেন বন্ধ থাকবে।
স্টক এক্সেচেঞ্জের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বড়দিন উপলক্ষে দেশের সব সরকারি, বেসরকারি ও স্বায়ত্বশাষিত প্রতিষ্ঠান বন্ধ থাকবে। একইসঙ্গে বন্ধ থাকবে দেশের সব ব্যাংক এবং নন-ব্যাংকিক আর্থিক প্রতষ্ঠানও। যেহেতু, পুঁজিবাজারের লেনদেন ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে সম্পন্ন হয়, সেহেতু ব্যাংক বন্ধ থাকায় পুঁজিবাজারেও লেনদেন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
?এদিকে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কার্যক্রম বন্ধ থাকবে।
এর পরের দিন শুক্রবার ও শনিবার সাপ্তাহিক সরকারি ছুটি। ফলে বৃহস্পতিবার থেকে শনিবার টানা তিনদিন পুঁজিবাজারের সব কার্যক্রম বন্ধ থাকবে। আগামী রোববার থেকে যথানিয়মে পুঁজিবাজারে লেনদেন চলবে। বড়দিন বা ক্রিসমাস একটি বাৎসরিক খ্রিস্টীয় উৎসব। ২৫ ডিসেম্বর তারিখে যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে এই উৎসব পালিত হয়।