ঢাকা বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬, ১৭ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

খালেদা জিয়ার মৃত্যুতে এসএমএনআইবির গভীর শোক প্রকাশ

খালেদা জিয়ার মৃত্যুতে এসএমএনআইবির গভীর শোক প্রকাশ

দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, আপসহীন দেশনেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সংবাদপত্রের সংগঠন ক্ষুদ্র ও মাঝারি সংবাদপত্র শিল্প সমিতি বাংলাদেশ (এসএমএনআইবি)। গত মঙ্গলবার সংগঠনটির সভাপতি মোহাম্মদ আরফিন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ শোক জ্ঞাপন করা হয়। বিবৃতিতে তিনি বলেন- বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়া দেশ ও জাতির সেবা করেছেন এবং সর্বদা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। তিনি দেশ ও জাতির কল্যাণে আজীবন কাজ করে গেছেন। গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় খালেদা জিয়ার নিরলস সংগ্রাম ভবিষ্যৎ প্রজন্মের জন্য দিকনির্দেশনা হয়ে থাকবে। দেশ ও জাতির প্রতি তার অনন্য অবদান মানুষের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবার ও দলের প্রতি গভীর সমবেদনা জানাই। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত