টুর্নামেন্টের অন্যতম সফল মোহামেডান স্পোর্টিং ক্লাব এবার গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে। তবে বিদেশি খেলোয়াড় ছাড়াই চমক দেখিয়েছে আবাহনী লিমিটেড। এরই মধ্যে সেরা চারে জায়গা করে নিয়েছে আকাশী নিল দল। এতে জমে উঠেছে ফেডারেশন কাপের ‘এ’ গ্রুপের খেলা। আজ এই গ্রুপের শেষ দুই ম্যাচ। ‘এ’ গ্রুপের ৫ দলের মধ্যে এখনো পরের রাউন্ডের আশা বেঁচে আছে চার দলের। যে কারণে আজকের দুই ম্যাচের উপর নির্ভর করছে ৪ দলের ভাগ্য। দুইটি ম্যাচই হবে বেলা পৌনে ৩টায়। ময়মনসিংহের রফিক উদ্দিন ভুইয়া স্টেডিয়ামে বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ ওয়ান্ডারার্স ক্লাব। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়ন খেলবে পুলিশ ফুটবল ক্লাবের বিপক্ষে।
এবারের ফেডারেশন কাপে সেমিফাইনালের পরিবর্তে থাকছে কোয়ালিফিকেশন রাউন্ড। এরই মধ্যে গ্রুপ ‘বি’ থেকে কোয়ালিফিকেশন রাউন্ড নিশ্চিত করেছে রহমতগঞ্জ ও ঢাকা আবাহনী লিমিটেড। তাই এই গ্রুপের আরো দুই ম্যাচ বাকি থাকলেও সেটি হবে গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্সআপ হবার ম্যাচ। ঐ ম্যাচ থেকে নির্ধারণ হবে দুই কোয়ালিফায়ার্সের কোনটিতে কে খেলবে। কোয়ালিফায়ার্স ১ এ খেলবে দুই গ্রুপের দুই চ্যাম্পিয়ন দল। কোয়ালিফায়ার্স ২ এ খেলবে দুই রানার্সআপ। যেহেতু এখনো ‘এ’ গ্রুপের চার দলেরই পরের রাউন্ডে খেলার সম্ভাবনা আছে ম্যাচও বাকি আছে এই দু’টিই, স্বাভাবিকভাবেই আজকের ম্যাচ দু’টি খুবই গুরুত্বপূর্ণ। ‘এ’ গ্রুপ থেকে এক ম্যাচ হাতে রেখেই বিদায় নিয়েছে এখনো পয়েন্টের খাতা খুলতে না পারা ওয়ান্ডারার্স ক্লাব। ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে ফর্টিস এফসি। তারা নির্ধারিত ৪ টি ম্যাচই খেলে ফেলেছে।
তাই তারা পরবর্তী রাউন্ডে খেলতে পারবে কি না সেটির জন্য আজকের ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে তাদের। দ্বিতীয় স্থানে থাকা বসুন্ধরার ৬ পয়েন্ট। আজ তাদের প্রতিপক্ষ দুর্বল ওয়ান্ডারার্স। এই ম্যাচ জিততে পারলে পরের রাউন্ড নিশ্চিত হয়ে যাবে বসুন্ধরার। অন্য ম্যাচে ব্রাদার্সের প্রতিপক্ষ পুলিশ। ব্রাদার্স জয় পেলে তাদেরও ৯ পয়েন্ট হবে। সেক্ষেত্রে তাদেরও পরের রাউন্ড নিশ্চিত হয়ে যাবে। আর পুলিশ জয় পেলে তাদের হবে ৭ পয়েন্ট। তখন ফর্টিসের সমান পয়েন্ট হওয়াতে দেখা হবে হেড টু হেড। তবে বসুন্ধরা বা ব্রাদার্স যদি ড্র করে মাঠ ছাড়ে তখন ৩ দলের ৭ পয়েন্ট হবে। সেক্ষেত্রে পুলিশ বাদ পড়ে যাবে।
তবে এতো সমীকরণের প্রয়োজন হবে না যদি ব্রাদার্স ও বসুন্ধরা পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারে। আজকের ম্যাচের উপর যেহেতু চার দলের ভাগ্য ঝুলে আছে। তাই চার দলের জন্যই আজ ডু’অর ডাই ম্যাচ।
ফেডারেশন কাপে ব্রাদার্সের বিপক্ষে ১-০ গোলের জয়ে শুরু বসুন্ধরার। দ্বিতীয় ম্যাচে এসে ফর্টিসের কাছে ২-০ গোলে হেরে ছন্দপতন হয়। তবে তৃতীয় ম্যাচে লড়াই করে পুলিশ ফুটবল ক্লাবকে হারায় ৩-২ গোলে। তাদের প্রতিপক্ষ ওয়ান্ডারার্স আগের তিন ম্যাচই হেরেছে। অন্যদিকে ব্রাদার্স ইউনিয়ন প্রথম ম্যাচ কিংসের কাছে হারলেও পরের ম্যাচেই ওয়ান্ডারার্সের বিপক্ষে ৮-০ গোলের বড় জয় অর্জন করে। পরের ম্যাচে তারা ফর্টিসকে হারায় ১-০ গোলে। আজকের ম্যাচে তাদের প্রতিপক্ষ পুলিশ ৩ ম্যাচ খেলে একজয় ও একটিতে ড্র করেছে। প্রথম ম্যাচে ফর্টিসের সঙ্গে গোলশূন্য ড্র (০-০)। পরের ম্যাচে বসুন্ধরার কাছে হার।
তৃতীয় ম্যাচে দুর্বল প্রতিপক্ষ ওয়ান্ডারার্সের বিপক্ষে জয় পেলেও (২-১ গোলে) সেটি খুব সহজ ছিল না তাদের জন্য। আগের ম্যাচগুলোর ফলাফলের বিচারে এই ম্যাচে পুলিশ থেকে এগিয়ে ব্রাদার্স। এখন দেখার বিষয় আজ সেরা পারফরম্যান্স করে শেষ পর্যন্ত কোন দুই দল পায় পরবর্তী রাউন্ডের টিকেট। গ্রুপ পর্ব শেষে ৮ এপ্রিল থেকে শুরু হবে কোয়ালিফিকেশন রাউন্ড। কোয়ালিফায়ার ১ এর জয়ী দল সরাসরি ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। কোয়ালিফায়ার ১ এর পরাজিত ও কোয়ালিফায়ার ২ এর জয়ী দল খেলবে কোয়ালিফায়ার ৩ এর ম্যাচে। সেই ম্যাচে জয়ী দল ফাইনালে খেলার সুযোগ পাবে।