প্রায় এক বছরের বেশি সময় পর মাঠে ফেরা নেইমারের শরীরে আবারও চোট ছোবল দিয়েছে। এজন্য সান্তোসের সবশেষ ম্যাচে খেলতে পারেননি ব্রাজিলিয়ান তারকা। তার এই চোট ব্রাজিল জাতীয় দলের জন্যও অনেক বড় দুর্ভাবনার কারণ। গতকাল বাংলাদেশ সময় সোমবার সকালে পাউলিস্তা চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনালে করিন্থিনিয়ান্সের বিপক্ষে সান্তোসের স্কোয়াডে ছিলেন না নেইমার। তার অনুপস্থিতির কারণ হিসেবে দলের পক্ষ থেকে অবশ্য নিশ্চিত করে কিছু বলা হয়নি। তবে ইতালিয়ান সুপরিচিত সাংবাদিক ফাব্রিসিও রোমানো জানান, নতুন করে চোট পেয়েছেন তারকা ফরোয়ার্ড। ‘নেইমার জুনিয়র অস্বস্তি বোধ করছিলেন, সেই কারণেই (স্থানীয় সময়) গত রাতে সান্তোস স্কোয়াডে ছিলেন না তিনি।’
পরে নেইমার নিজেই এ বিষয়ে কিছুটা খোলাসা করেন। ‘দুর্ভাগ্যবশত গত কয়েক সপ্তাহে আমি কিছুটা ব্যথা অনুভব করি, সত্যিই আমি দলকে সাহায্য করতে চেয়েছিলাম, এরপর সকালে আমরা কিছু পরীক্ষা করাই; কিন্তু এরপর আবার আমি ব্যথা অনুভব করি।’ গণমাধ্যমের খবর, ম্যাচের দিন সকালে করানো ওই পরীক্ষায় তার ঊরুতে অস্বস্তির কারণ ধরা পড়ে। এই একই জায়গার সমস্যায় অতীতেও অনেক ভুগতে হয়েছে নেইমারকে। নেইমারকে ছাড়া তারা দলও জিততে পারেনি। করিন্থিয়ান্সের বিপক্ষে ২-১ গোলে হেরে ছিটকে গেছে প্রতিযোগিতাটি থেকে। সবশেষ এই চোট নেইমারের জন্য আরেক বিরাট বড় ধাক্কা। সাফল্যমন্ডিত ক্যারিয়ারে বার্সেলোনা ছেড়ে ২০১৭ সালে পিএসজিতে যোগ দেন নেইমার। এরপর থেকেই মূলত নিয়মিত তাকে চোট ভোগাতে থাকে।