দেশের ফুটবলে হামজা চৌধুরীর আগমন দারুণ ইতিবাচক হিসেবেই দেখছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। সেজন্য সব ফেডারেশন-অ্যাসোসিয়েশনকে নিজ নিজ খেলার বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড়দের খুঁজে বের করার তাগিদ দিয়েছে সংস্থাটি। গতকাল বুধবার দেশের সব ফেডারেশনের সভাপতি ও সাধারণ সম্পাদক বা প্রধান নির্বাহীকে এসংক্রান্ত চিঠি দিয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম।
চিঠিতে বিভিন্ন অঙ্গনের প্রতিভাবান প্রবাসী খেলোয়াড়দের জাতীয় দলে সুযোগ করে দেয়ার জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার কথাও বলা হয়েছে। গত ২৫ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে লাল-সবুজের জার্সিতে অভিষেক হয়েছিল হামজার। তার আগে ১৭ মার্চ সিলেটে পা রাখার পর বিমানবন্দর থেকে হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাটের নিজবাড়ি পর্যন্ত উষ্ণ অভ্যর্থনা পান হামজা।
তাকে ঘিরে ফুটবলে তৈরি হয় নতুন উন্মাদনা। এর মধ্যে কানাডা থেকে বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করেছেন শমিত শোম। ২৭ বছর বয়সী বাংলাদেশি বংশোদ্ভূত শমিতের জন্ম কানাডায়। মা-বাবা দুজনই বাংলাদেশি। বর্তমানে কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব কাভালরি এফসির মিডফিল্ডার শমিত। তাকে আনার প্রক্রিয়াও এরই মধ্যে শুরু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
এনএসসি বলছে, হামজা-শমিতের মতো আরও যারা আছেন, তাদের নিয়ে সংশ্লিষ্ট ফেডারেশনগুলো কাজ করলে দেশের ক্রীড়াঙ্গনও সমৃদ্ধ হবে। বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকানপ্রবাসী জিমন্যাস্ট জ্যাক আশিকুল ইসলামকে বাংলাদেশি পাসপোর্ট প্রদানের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছে জাতীয় ক্রীড়া পরিষদ। ফুটবলে বাংলাদেশি বংশোদ্ভূতদের আগমন নতুন নয়। প্রথম কোনো বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হিসেবে বাফুফের সঙ্গে যোগাযোগ করেছিলেন জামাল ভূঁইয়া। ২০১৩ সালে বাংলাদেশ জাতীয় দলে অভিষেক হয় ডেনমার্কে জন্ম নেয়া জামালের।
এরপর জাতীয় দলে আসেন ফিনল্যান্ডে জন্ম নেয়া তারিক কাজী। ফুটবলের বাইরে বক্সিং, অ্যাথলেটিকস, সাঁতার এমনকি জিমন্যাস্টিকসে বাংলাদেশি বংশোদ্ভূত ক্রীড়াবিদেরা অংশগ্রহণ করে দেশকে সাফল্য এনে দিচ্ছেন। যে তালিকায় উল্লেখযোগ্য নাম ইংল্যান্ডপ্রবাসী অ্যাথলেট ইমরানুর রহমান, যুক্তরাষ্ট্র ও নিউজিল্যান্ডপ্রবাসী জিমন্যাস্ট সাইক সিজার ও আলী কাদির, লন্ডনপ্রবাসী সাঁতারু জুনাইনা আহমেদ ও যুক্তরাষ্ট্রপ্রবাসী বক্সার জিনাত ফেরদৌস। এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে সোনা জিতেছেন ইমরানুর। সাইক সিজার ২০১২ লন্ডন অলিম্পিকে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেন।
২০২২ সালে তুরস্কে হওয়া ইসলামিক সলিডারিটি গেমসে বাংলাদেশের হয়ে খেলেন আলী কাদির। ২০২৩ সালের হাংজু এশিয়ান গেমসে অংশ নেন জিনাত। তার আগে ২০২০ টোকিও অলিম্পিকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন সাঁতারু জুনাইনা।