ঢাকা বুধবার, ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

বিচ্ছেদ এড়াতে গার্দিওলাকে স্ত্রীর শর্ত

বিচ্ছেদ এড়াতে গার্দিওলাকে স্ত্রীর শর্ত

ম্যানচেস্টার সিটিতে সময়টা ভালো কাটছে না পেপ গার্দিওলার। চ্যাম্পিয়ন্স লিগ থেকে এরই মধ্যে বিদায় নিয়েছে তার দল। প্রিমিয়ার লিগ শিরোপা আগেই হাতছাড়া হয়েছে, এখন সেরা পাঁচে থাকা নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। সিটিতে গার্দিওলার এমন হতশ্রী অবস্থার পেছনে অনেকেই স্ত্রী ক্রিস্টিনা সেরার সঙ্গে তার বিচ্ছেদের যোগসূত্র টেনেছিলেন। সাবেক বার্সেলোনা কোচের সঙ্গে বিচ্ছেদের জন্য আবেদন করেছিলেন তার স্ত্রী ক্রিস্টিনা। সংবাদমাধ্যম এল নাসিওনালের মতে, চলতি মাসেই ওই বিচ্ছেদ সম্পন্ন হওয়ার কথা ছিল। তবে তিনদিন একসঙ্গে থাকার পর ক্রিস্টিনা আপাতত বিচ্ছেদের পথ থেকে সরে এসেছেন বলে দাবি করা হয়েছে। সেজন্য অবশ্য এক শর্ত দিয়েছেন ৫১ বছর বয়সি ক্রিস্টিনা। প্রতি সপ্তাহে অন্তত একবার করে কাতালুনিয়া যেতে হবে গার্দিওলার। সময় কাটাতে হবে তাদের সঙ্গে। সংবাদমাধ্যমের মত, এই শর্তেই ক্রিস্টিনা দ্বিতীয় সুযোগ দিয়েছেন গার্দিওলাকে।

জানা যায়, গত বছরের নভেম্বরে ম্যানসিটির সঙ্গে গার্দিওলা দুই বছরের নতুন চুক্তি করার পরই স্ত্রীর সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে। নাসিওনালের মতে, এটাই নাকি তাদের বিচ্ছেদ হতে যাওয়ার প্রধান কারণ। ক্রিস্টিনা তার ছোট সন্তানকে নিয়ে ২০১৯ সালে কাতালুনিয়া ফিরে যান এবং নিজের ব্যবসায় মনোযোগ দেন। তিনি সুপরিচিত একজন ফ্যাশন ডিজাইনার ও ইনফ্লুয়েন্সার।

উল্লেখ্য, ১৯৯৪ সালে পেপ গার্দিওলা যখন বার্সেলোনায় খেলেন এবং ক্যারিয়ারের সেরা সময় পার করছেন তখন ক্রিস্টিনার সঙ্গে প্রেম হয় তার। দু’জন ডেটিং শুরু করেন। ২০১৪ সালে সম্পর্কের প্রায় ২০ বছর পরে বিয়ে করেন তারা। ততদিনে সংসারে এসে গেছে তিন সন্তান। তখন জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের কোচ ছিলেন গার্দিওলা। ২০১৬ সালে বায়ার্ন ছেড়ে তিন বছরের চুক্তিতে ম্যানচেস্টার সিটির দায়িত্ব নেন গার্দিওলা। এরপর কয়েক দফায় চুক্তি নবায়ন করেছেন তিনি। যার সর্বশেষটি ২০২৪ সালের নভেম্বরে, যা ক্রিস্তিনা নাকি জানতেনও না। স্পেনের বার্সেলোনা শহরে বসবাস করা ক্রিস্তিনার চাওয়া ছিল, গার্দিওলা হয় এক বছরের জন্য ছুটি কাটাবেন বা কোনো জাতীয় দলের দায়িত্ব নেবেন। যাতে করে তাকে আরও বেশি সময় দিতে পারেন। কিন্তু গার্দিওলা এর কোনোটিই করেননি, যার জেরে ঘটনা গড়ায় বিবাহবিচ্ছেদ পর্যন্ত। এন ব্লাউ ভিআইপি জানাচ্ছে, সম্প্রতি গার্দিওলা ক্রিস্তিনাকে কথা দিয়েছেন, তিনি আরও বেশি সময় তাকে দেবেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত