ঢাকা বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

আর্জেন্টাইন বিস্ময়বালককে পেতে মরিয়া রিয়াল

আর্জেন্টাইন বিস্ময়বালককে পেতে মরিয়া রিয়াল

দিন কয়েক আগে ফ্রান্সের বিশ্বকাপজয়ী কিংবদন্তি থিয়েরি অঁরি আচমকাই সামনে নিয়ে আসেন ফ্রাংকো মাস্তান্তুয়োনোর নাম। ১৭ বছরের এই বিস্ময়বালককে নিয়ে নিজের মুগ্ধতার কথা জানান ফ্রেঞ্চ এই কিংবদন্তি স্ট্রাইকার। বোকা জুনিয়র্স বনাম রিভারপ্লেটের সুপার ক্লাসিকো জিতিয়েছিলেন মাস্তান্তুয়োনো। এরপরেই তার প্রশংসায় পঞ্চমুখ হন অঁরি।

টেলিভিশনে কথা বলতে গিয়ে অঁরি বলেছিলেন, ‘আমরা ভাবি মেসি, ক্রিশ্চিয়ানো, ম্যারাডোনা কিংবা পেলে থেকে কেউ ভালো হতে পারবে না, এরপরেই লামিনে ইয়ামাল আসলো। আর্জেন্টিনায় একটা নতুন ছেলে আছে, মাস্তান্তুয়োনো, রিভারপ্লেটের হয়ে খেলে সে। আর এখনই সে বোকা (জুনিয়র্স)-এর বিপক্ষে ফ্রি-কিক থেকে ক্লাসিকো ম্যাচ জেতাচ্ছে।’

থিয়েরি অঁরির এমন মন্তব্যের পরেই ফুটবল বিশ্বের বড় ক্লাবগুলোর রাডারে চলে আসেন আর্জেন্টিনার ১৭ বছর বয়েসী তারকা ফ্রাংকো মাস্তান্তুয়োনো। আর সবার আগেই তার প্রতি আগ্রহ প্রকাশ করেছে রিয়াল মাদ্রিদ। লস ব্লাঙ্কোসদের স্পোর্টিং ডিরেক্টরের দায়িত্বে থাকা সান্তিয়াগো সোলারি চান ফ্রাংকোকে অতি দ্রুত রিয়াল মাদ্রিদে আনতে।

স্প্যানিশ গণমাধ্যম ডিয়ারিও এএস জানিয়েছে, ১৭ বছর বয়েসী এই তরুণকে বেশ আশাবাদী সোলারি। এর আগে ফেদে ভালভার্দেকেও রিয়াল মাদ্রিদের মূল একাদশে এনেছিলেন সোলারি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত