ক্যারিয়ারে ফুটবলই ছিল তার ধ্যান-জ্ঞান। দেশের ফুটবলে ব্রাদার্সের বাবলু নামেই পরিচিত। সাবেক তারকা ফুটবলার সেই হাসানুজ্জামান খান বাবলু এখন নতুন চ্যালেঞ্জে। ফুটবলার ও ফুটবল সংগঠকের পর এবার তিনি নতুন ভূমিকায়, তায়কোয়ান্দোর সংগঠক। সম্প্রতি জাতীয় ক্রীড়া পরিষদে এই ক্রীড়া ফেডারেশনে অ্যাডহক কমিটি দিয়েছে। যেখানে সহ-সভাপতি হিসাবে রাখা হয়েছে সাবেক এই তারকা ফুটবলারকে। ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল মো. হাবিব উল্লাহ সৌদি আরবে থাকায় গতকাল মঙ্গলবার হাসানুজ্জামান খান ও সাধারণ সম্পাদক লে. কর্নেল মো. এরশাদুল হকের কাছে দায়িত্ব হস্তান্তর করেন সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা।
নতুন চ্যালেঞ্জ নিয়ে রাষ্ট্রীয় পুরস্কার পাওয়া সাবেক ফুটবলার হাসানুজ্জামান বলেন, ‘ফুটবল ছেড়েছি ৪৫ বছর আগে। এরপর ফুটবলের সংগঠক ছিলাম। এখন নতুন ভূমিকায় আমি। যেভাবে ফুটবলকে এক নম্বর করেছি, আগামীতে তায়কোয়ান্দোকে দেশের এক নম্বর খেলা বানাতে চেষ্টা করব।’ একই সুরে কথা বললেন নতুন সাধারণ সম্পাদক লে. কর্নেল মো. এরশাদুল হক, ‘কেবল এসএ গেমসই নয়, আমরা এশিয়ান গেমস ও অলিম্পিক গেমসেও যেন স্বর্ণপদক জিততে পারি সেই চেষ্টা করব। প্রয়োজনে দেশের ৬৪ জেলা থেকে সেরা খেলোয়াড়দের বাছাই করে দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ দিব।’ সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম বলেন, ‘দেশের ১৮ কোটি মানুষ জানে এসএ গেমসে বাংলাদেশ প্রথম স্বর্ণপদকটি পেয়েছে তায়কোয়ান্দো থেকে। আগামীতেও সেটাই হবে। এর জন্য সব সহযোগিতা আমার পক্ষ থেকে থাকবে। আমরা সবাই তায়কোয়ান্দোর উন্নয়নে কাজ করব।’